হবিগঞ্জে ব্যবসায়ীর লাশ উদ্ধার

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডেস্ক: হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার একটি দোকান থেকে দিলীপ রায় নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৭ মে) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত দিলীপ রায় উমেদনগর এলাকার বাসিন্দা।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সহিদুর রহমান জানান, উমেদনগর এলাকার দিলীপ রায় মেশিনারীজের ব্যবসা করেন। রোববার রাত ৯টার দিকে তিনি ছেলে দিপঙ্করকে ফোন করে বলেন চুনারুঘাটে মুরারবন্দ মাজারে যাচ্ছেন। সকালে ছেলে দোকান খুলে বাবার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড হতে পারে। তবে তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে প্রকৃত ঘটনা জানা যাবে।
দিলীপ রায়ের ছেলে দিপঙ্কর জানান, রাতে বাবা তাকে ফোন করে বলেছেন মুরারবন্দ মাজারে যাবেন। কিন্তু সকালে দোকানে এসে দেখতে পান তার বাবার ঝুলন্ত লাশ। তার দাবি বাবাকে কেউ হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে।