বঞ্চিত শিশুদের মধ্যে সার্চ ফাউন্ডেশনের ঈদ বস্ত্র বিতরণ

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডেস্ক: সার্চ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সুবিধা বঞ্চিত শিশুদের ঈদ আনন্দ উপভোগ করার লক্ষ্যে গতকাল ২৭ মে সোমবার দুপুরে সিলেট নগরীর জিন্দাবাজারের ওয়েস্ট ওয়াল্ড শপিং সিটিস্থ কার্যালয়ে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
সার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট ফারহানা রব সাথী’র সভাপতিত্বে ও ইফফাত আরা জাহানের সঞ্চালনায় ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঈদ বস্ত্র বিতরণ করেন সার্চ গ্রুপের চেয়ারম্যান এডভোকেট নিলয় কান্তি দাশ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আহমদ ওবায়দুর রহমান ফাহমি, এডভোকেট সত্যজিৎ কুমার দাশ, সার্চ গ্রুপের অর্থ পরিচালক মোঃ সজ্জাদুর রহমান রানু, পরিচালক কৃপালী চৌধুরী রাহুল, শিক্ষানবিশ আইনজীবী মুহিত কাবীরী, সাংবাদিক এজাজুল হক এজাজ, ফটোগ্রাফার সাইফুর রহমান চৌধুরী সুমন প্রমুখ।
পরে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করেন।
প্রধান অতিথি এডভোকেট নিলয় কান্তি দাশ বলেন, সমাজের অবহেলিত মানুষের কল্যাণে সার্চগ্রুপ কাজ করে যাচ্ছে। তৃণমূল পর্যায়ের মানুষের মুখে হাসি ফোটাতে সার্চ গ্রুপের অঙ্গ সংগঠন সার্চ ফাউন্ডেশন তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। তিনি হত দরিদ্রদের জীবন মান উন্নয়নে সরকারের পাশাপাশি সামাজিক সংগঠন ও বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। বিজ্ঞপ্তি