শ্রমজীবি মানুষদের মাঝে ইফতার বিতরণে খন্দকার মুক্তাদির

দৈনিক সিলেট ডট কম
শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জিয়ার সৈনিক সংগঠনের সদস্যদের উদ্যোগে শ্রমজীবি মানুষদের মাঝে ইফতার বিতরন করা হয়েছে। ৩০ মে বৃহস্পতিবার নগরীর কালীঘাট সহ নগরীর বিভিন্ন স্থানে এ ইফতার বিতরণ করা হয়। ইফতার বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামিম, সাধারন সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আজমল বক্ত চৌধুরী সাদেক, মহানগর বিএনপির সহ-সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির ছাত্র-বিষয়ক সম্পাদক নুরুল আলম সিদ্দিকী খালেদ, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি বেলায়েত হোসেন মোহন, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন।
জিয়ার সৈনিক সংগঠনের মাঝে উপস্থিত ছিলেন কামরান হোসেন হেলাল, কামরুল হাসান, হাসান মঈনউদ্দীন আহমদ মঈনুল, সাঈদুর রহমান, তাহসিন মেহদী প্রিন্স, মুন্না ঘোষ, নির্ঝর রায়, নজরুল ইসলাম, মুজিবুর রহমান, ইয়ামিন বক্সি, মকবুল হোসেন, সুমন আহমদ, ফয়সল আহমদ প্রমুখ।