রমজানেও থেমে নেই আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ

দৈনিক সিলেট ডট কম
মোহাম্মদ শাহ আলম: রমজান মাসেও থেমে নেই হবিগঞ্জের আবাসিক হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপ। শহরের প্রায় অধিকাংশ হোটেলেই দিন রাত প্রকাশ্যে চলছে যুবক যুবতিদের আনাগুনা। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ শহরের সিনেমাহল রোড এলাকায় বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়েছে শ্রীমঙ্গল র্যাব-৯ এর একটি টিম। এ সময় ৩টি হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। আটক করা হয়েছে ২ জনকে। র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারি পুলিশ সুপার মোঃ আব্দুল খালেক জানান, সিনেমাহল রোড এলাকায় অভিযান চালিয়ে হোটেল শাপলা থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় রাহেল মিয়া নামে এক যুবক ও তাসলিমা আক্তার নামে এক কিশোরীকে আটক করা হয়। রাহেল শায়েস্তাগঞ্জ উপজেলার শৈলজুড়া গ্রামের তৌহিদুল ইসলামের পুত্র।
এসময় তাৎক্ষণিক রাহেলকে ১০ দিনের কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা লিসা ও আনিসুর রহমান খান। একই হোটেলে অসামাজিক কাজের সুযোগ করে দেয়ার অপরাধে হোটেলের মালিক মহিবুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকার সিহাব রেস্টুরেন্ট এন্ড হোটেলের রেজিস্ট্রেশন না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে শহরের শ্মশানঘাট সড়কের হোটেল রোজ গার্ডেনে মূল্য তালিকা না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।