সিলেটে শীঘ্রই শুরু হচ্ছে গ্যাস রাইজারের লিকেজ মেরামত

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম:অগ্নিকান্ডসহ নানান দুর্ঘটনা এড়াতে ও প্রাণহানি না হওয়ার জন্য সিলেটের জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিভিউশন সিস্টেম লিমিটেড গ্যাসের আবাসিক ও বাণিজ্যিক এলাকার রাইজার’র লিকেজের মেরামত কাজ শীঘ্রই শুরু করছে।
গ্রাহকদের বিনামূল্যে সেবা প্রদানের উদ্দেশ্যে এ প্রকল্পের আওতায় জালালাবাদ গ্যাসের আওতাধীন প্রায় ৯৮ হাজার রাইজারের গ্যাস লিকেজ হচ্ছে কি না তা পরীক্ষা করা হবে। যদি রাইজারে কোনো প্রকার লিকেজ থাকে তাহলে সেটি মেরামতের কাজ করবে একদল দক্ষ কর্মী বাহিনী।
২৮টি টিমে ৭০ জন প্রকৌশলী এবং ৩০ জন অভিজ্ঞ রিপিয়ারম্যান প্রায় ২ মাসে এ কাজ সম্পাদন করবে। প্রকল্পের কাজটি পর্যবেক্ষন করা হবে পরবর্তী ৪ বছর পর্যন্ত। প্রকল্পটি যথাযথভাবে বাস্তবায়িত হলে গ্যাস সাশ্রয় ও গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত হবে।
বৃহস্পতিবার দুপুরে সিলেটের জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিভিউশন সিস্টেম লিমিটেডের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে জানানো হয়, এ বিষয়ে চলতি মাসে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ ও প্রজেক্ট ইনভেস্টর ইকো গ্যাস এশিয়া লিমিেিটড মালয়েশিয়ার সঙ্গে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ প্রকল্পের টেকনিক্যাল পার্টনার হিসেবে রয়েছে ক্লাইমেট কম্পাস এলএলসি ইউএসএ এন্ড ব্রাউয়া কনসালটিং-ডেনমার্ক। লোকাল হোস্ট অব টেকনিক্যাল পার্টনার হিসেবে রয়েছে প্রকৌশলী সংসদ লিমিটেড।
অনুষ্ঠানে এ প্রকল্পের সার্বিক বিষয়বস্তু নিয়ে বক্তব্য রাখেন- সিডিএম ডেনমার্কের কনসালটেন্ট মি. দারাজ ক্লিয়ান ও ডেপুটি প্রোগ্রাম কো-অর্ডিনেটর প্রকৌশলী তানভীর আহমেদ। সমস্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন জালালাবাদ গ্যাস অফিসের মহাব্যবস্থাপক প্রকৌশলী মুমিন। এ প্রকল্পটির সম্পূর্ণ ব্যয়ভার বহন করবে ইকো গ্যাস এশিয়া লিমিটেড মালয়েশিয়া।