অসহায় পরিবারের মাঝে কাজিটুলা যুব সমাজের ঈদ সামগ্রী বিতরণ

দৈনিক সিলেট ডট কম
পবিত্র মাহে রমজান উপলক্ষে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কাজিটুলা যুব সমাজের উদ্যোগে মতবিনিময় সভা ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ৩১ মে শুক্রবার কাজীটুলা দিঘীর পশ্চিমপাড় গলিতে এ ঈদ সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভা হয়। প্রায় ২’শ শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী দেওয়া হয়।
কাজীটুলা যুব সমাজের সভাপতি গিয়াস আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিলাল আহমদ খান এবং সাংগঠনিক সম্পাদক এম. বরকত আলীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আব্দুল কবির কিবরিয়া, আমীর হোসাইন, ফারুক মিয়া, তপন মিয়া, রুহুল আমীন, নাঈম আহমদ, সম্রাট আহমদ ফয়েজ, মো. শামীম মিয়া, আমির আহমদ, আমির মিয়া, হান্নান হাওলাদার, মনসুর রেজা, ইমাম আহমদ, জুবেদ আহমদ, মানিক খান, সাবু খান, । এতে দোয়া পরিচালনা করেন জঙ্গলপীর ও মঙ্গলপীর জামে মসজিদের ইমাম ও খতিব অহিদুজ্জামান।
ঈদ সামগ্রী বিতরণ কালে বক্তারা বলেন, মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে অনাবিল শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা প্রয়োজন। ঈদের আনন্দ যাতে সাধারণ মানুষের দোড়গোড়ায় পৌঁছে, সাধারণ মানুষ যাতে ঈদের আনন্দ উপভোগ করতে পারে সেজন্য সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বা জানান।