দক্ষিণ সুরমায় অসহায়দের মধ্যে ঈদ বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ

দৈনিক সিলেট ডট কম
প্রতিবছরের ন্যায় প্রবাসী ও দেশের বন্ধুদের উদ্যোগে দক্ষিণ সুরমার সাধুর বাজারে গরিব ও অসহায়দের মাঝে ঈদ বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ৩১মে শুক্রবার সাবেক কাউন্সিলর পদপ্রর্থী মো. মঈন উদ্দিনের বাসায় প্রায় ২’শ অসহায় ও গরিবদের মধ্যে ঈদ বস্ত্র দেওয়া হয়।
এতে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পদপ্রার্থী মো. মঈন উদ্দিন, মদন মোহন কলেজের সাবেক ছাত্রনেতা নিজাম আল-দ্বীন, সৈয়দ পুর যুব পরিষদ এর সাবেক সমন্বয়কারী আবু তারেক, ইনাম আহমেদ, গোলাম কিবরিয়া, উত্তম দাশ, রুকন উদ্দিন, ইফতি, রায়হান, আমির, নাজিম, জাহান, আমির, আরিফ, জুনেদ, সম্রাট, রেজাউল, সাইফুল, ফয়জুর, শাওন, টিটু, মিটু তালুকদার, কামরুল, উত্তম, শাওন, জুনেদ, দিলাল, ইমরান, জাহান, শিমুল।
প্রবাসীদের মধ্যে যারা সহযোগিতায় ছিলেন রিপন, তাহের, রায়হান, সাকির, ফয়জুর, সজল, সাকিব, রানা, সবুজ, রাজু, রনি, ছফির, সাকির, আশরাফুল, কাওছার, মামুন, নিজাম, সাহাব, কানন, জুমন, ছামি, রেদওয়ান, কামরুল, খছরু, বাপ্পি। অন্যান্যের উপস্থিত ছিলেন, বাদল, ফয়জুল, ইব্রাহীম, এনামুল আসিফ, হেলাল, নাহিদ, রাজু। বিজ্ঞপ্তি