আল্লামা শিহাব উদ্দিন (রহ.) মৃত্যুতে মেয়র আরিফের শোক

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম : বাংলাদেশে ইসলামী আন্দোলনের অন্যতম সেবক সিলেট শহরতলীর জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা শিহাব উদ্দিন (রহ.) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এক শোক বার্তায় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, মরহুম মাওলানা শিহাব উদ্দিন (রহ.) ছিলেন সহীহ্ আক্বীদার পীর, একজন বিশ্ব বরেণ্য আলেমেদ্বীন, ইসলামী চিন্তাবিদ ও সাহসী মর্দে মুজাহিদ।
তাঁর মৃত্যুতে সিলেট সহ সারা দেশের আলেম উলামাসহ সকল শ্রেণী পেশার মানুষের অপূরণীয় ক্ষতি উল্লেখ করেন। বলেন, তাঁর মৃত্যুতে সিলেটবাসী একজন ইসলামের সেবককে হারিয়েছে, এ ক্ষতি পূরণ হবার নয়।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।