রক্তাশ্রয়ী ঈদ আনন্দ

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম: “ভাগ করি ঈদের খুশি, সবার মুখে ফুটবে হাসি” এমন স্লোগানে গত ২৪ রামাদ্বান(৩০ মে) সিলেটের অন্যতম সেচ্ছাসেবী সংগঠন “রক্তাশ্রয়ী-Blood Donating & Health Care” কর্তৃক আয়োজিত হয়েছে ঈদবস্ত্র বিতরণ কার্যক্রম। এতে ৮০জন শিশুর মুখে হাসি ফুটাতে সক্ষম হয়েছেন তারা। সিলেটের গুয়াবাড়ির জাহাঙ্গীরনগর গ্রামে একটি ছোট্ট মাদ্রাসায় তারা এ কার্যক্রম সম্পন্ন করেন। এতে উপস্থিত ছিলেন রক্তাশ্রয়ী-র সভাপতি তারেক আজিজ ইমন, সহ-সভাপতি পিংকি আক্তার, সাধারণ সম্পাদক পলাশ কর্মকার, আহসান হোসেন রাফি, পল্লব দেব, প্রমুখ। তারা সকলেই দুয়া চেয়েছেন সিলেটবাসির কাছে। উল্লেখ্য, বিগত আড়াই বছর ধরে রক্তাশ্রয়ী রক্তদান কর্মসূচীর পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজ করে আসছে। এতে সর্বদা তাদের সহায়তা করেছে “কম্পাস-একাডেমিক এন্ড এডমিশন কেয়ার” কোচিং। রক্তাশ্রয়ী-র ভবিষ্যত কার্যক্রমের জন্য রইলো শুভ কামনা।