জেলা প্রশাসনের সংবাদ সম্মেলন কাল

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম:পবিত্র রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে এবং ভেজালমুক্ত পন্যসামগ্রী বাজারে সরবরাহের লক্ষে সিলেটের জেলা প্রশাসন ব্যাপক উদ্যোগ গ্রহন করে। প্রায় প্রতিদিনই চলে অভিযান, আর এতে করে বাজারে ইতিবাচক ফলও দেখা যায়। জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম নিজে বিভিন্ন মার্কেটে ঘুরে বাজার মনিটরিং করেন এবং ব্যবসায়ীদের সাথে আলাপ-আলোচনা করেন। বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন।
রমজানে বাজার মনিটরিং বিষয় নিয়ে আগামী কাল সোমবার বিকাল সাড়ে ৩টায় জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।
এতে প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকদের যথাসময় উপস্থিত থাকতে জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।