সিলেটে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম: সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।এতে ইমামতি করবেন নগরের বন্দর বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা কামাল উদ্দিন। ঈদ জামাতের আগে বয়ান পেশ করবেন সৈয়দুর রহমান হাবিবী (শায়খে বরুণী)।
শাহী ঈদগাহের মোতাওয়াল্লী জহির বখত এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রতিবারের মতো এবারও সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এরইমধ্যে ঈদগাহ পরিচ্ছন্নতার কাজ শুরু হয়ে গেছে।
তিনি বলেন, এবারও সাবেক অর্থমন্ত্রী আবদুল মাল আবুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পদক মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান এখানেই ঈদের নামাজ আদায় করার কথা।
এদিকে সিলেটে ঈদের দ্বিতীয় সর্বোচ্চ জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহজালাল (র.) দরগাহ মাজার মসজিদে। এতে ইমামতি করবেন মাওলানা আসজাদ হোসাইন।
এছাড়া ঈদ জামাতের উল্লেখযোগ্য স্থান হচ্ছে, আলিয়া মাদ্রাসা ময়দান, নগরের কুদরত উল্লাহ জামে মসজিদ, শাহপরান (র.) মাজার মসজিদ, কালেক্টরেট মসজিদ, খোজারখলা জামে মসজিদ, দক্ষিণ সুরমার রেঙ্গা হাজিগঞ্জ মাদ্রাসা মসজিদ।
ইসলামিক ফাউন্ডেশন সিলেটের বিভাগীয় পরিচালক ফরিদ উদ্দিন বলেছেন, গত বছর নগরীর মোট নয়টি জায়গায় ১১টি জামাত অনুষ্ঠিত হয়েছিল। এবার কতটি জামাত অনুষ্ঠিত হবে, এখনও জানা যায়নি।
তিনি বলেন, কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদুল ফিতরের মোট তিনটি জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮টায় কালেক্টরেট জামে মসজিদে, শাহজালাল (রহ) এর দরগাহে সকাল ৯টায়, পুলিশ লাইনস মাঠে সকাল ৯টায় ঈদের জামাত হবে।