খাদ্য সামগ্রী বিতরণ করল সাউথ সুরমা ওয়েলফেয়ার অর্গানাইজেশন

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দক্ষিণ সুরমার ৩টি ইউনিয়নের ৪৫০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সাউথ সুরমা ওয়েলফেয়ার অর্গানাইজেশন অব সেফিল্ড ইউ.কে.। গত শনিবার মোল্লার গাঁও, কুচাই ও তেতলী ইউনিয়নের গরীব-অসহায় পরিবারের মধ্যে পৃথক পৃথক অনুষ্ঠানে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
পৃথক খাদ্যসমাগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মোল্লার গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ মো. মকন মিয়া, সাবেক ছাত্রনেতা লোকমান আহমদ, সমাজেসেবী কামাল উদ্দিন রাসেল, শাহ আলম, সাবেক ছাত্রনেতা সাপরান আহমদ, তেতলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক আহমদ, নজরুল ইসলাম, খছরুজ্জামান, নেছার আলী, আলাউদ্দিন মেম্বার, ফারুক আহমদ, আলী হোসেন মেম্বার, আকবর মেম্বার, মহিলা ইউপি সদস্য আছমা বেগম, বকতিয়ার আহমদ ইমরান, কবির আহমদ, লিটন আহমদ, আলাই মিয়া, তাজুল আহমদ, রাজন মিয়া, সাকিব আহমদ, লুৎফুর মিয়া, হাফিজ মিজানুর রহমান সিয়াম প্রমুখ।
পৃথক খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, সুুদূর যুক্তারাজ্যে থেকেও প্রবাসীরা তাদের কষ্টার্জিত উপার্জন থেকে দেশের গরীব-অসহায় মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে কাজ করছেন। দেশের মানুষের প্রতি তাদের এ দায়বদ্ধতা সত্যিই প্রশংসনীয়। প্রতি বছর দক্ষিণ সুরমার সবকটি ইউনিয়নের গরীব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে সাউথ সুরমা ওয়েলফেয়ার অর্গানাইজেশন অব সেফিল্ড ইউ.কে.। বক্তারা তাদের এ মহৎ কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান।