৬ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম: ঢাকা-সিলেট রেলপথে ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (২ জুন) বিকাল সোয়া ৩টার দিকে জেলার শায়েস্তাগঞ্জ জংশনে আটকা পড়া পারাপত এক্সপ্রেস সিলেটের উদ্দেশে ছেড়ে যায়।
এর আগে সকাল সাড়ে ৯ টার দিকে হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর রেলস্টেশনের আউটার সিঙ্গনালের নিকট সিলেটগামী কুশিয়া ট্রেনের ইঞ্জিনসহ দুইটি বগি লাইনচ্যুত হলে সারাদেশের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছিল।
তন্মধ্যে ঢাকাগামী জয়েন্তিকা এক্সপ্রেস শ্রীমঙ্গল, চট্টগ্রামগামী পাহারিকা ট্রেন ভানুগাছ, সিলেটগামী পারাবত এক্সপ্রেস ও সুরমা মেইল ট্রেন শায়েস্তাগঞ্জ ও সিলেটগামী পাহাড়িকা ট্রেন শাহজিবাজার আটক পড়ে। ফলে ঈদে বাড়ি ফেরা ট্রেন যাত্রীরা পড়েন সীমাহীন দুর্ভোগে।
শায়েস্তাগঞ্জ রেল জংশনের সহকারি স্টেশন মাস্টার গৌর প্রসাদ দাস পলাশ বিষয়টি নিশ্চিত করে জানান, আখাউড়া ও কুলাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কুশিয়ারা ট্রেনের ইঞ্জিনসহ লাইনচ্যুত দুই বগি উদ্ধার করলে ট্রেন চলাচল শুরু হয়।