অসুস্থ বিএনপি নেতাকর্মীর শয্যাপাশে ইলিয়াস পত্নী লুনা

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডেস্ক: অসুস্থ সিলেটের বিএনপি নেতাকর্মীদের পাশে দাড়িঁয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা ও নিখোঁজ জননেতা এম ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনা। রবিবার দিনভর তিনি বাসাতে গিয়ে ও হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ নেতাকর্মীদের খোজঁ খবর নেন, তাদের সাথে কুশলাদি বিনিময় করেন ও আশু সুস্থতা কামনা করেন।
তাহসিনা রুশদী লুনা বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি দিলদার হোসেন সেলিমকে দেখতে তাঁর বাসভবনে যান। এছাড়া তিনি অসুস্থ সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি, সাবেক কমিশনার কামাল আহমদকে দেখতে তার বাসায় যান। তিনি যুক্তরাজ্য বিএনপি নেতা মিসবাহ উদ্দিনের বাবাকে দেখতে আল রাইয়ান হাসপাতালে যান। তিনি অসুস্থ নেতাকর্মীদের শারীরিক অবস্থা ও পরিবারের খোজঁ খবর নেন এবং তাদের আশু রোগমুক্তি কামনা করেন। এসময় তাঁর সাথে বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।