জেলা হাসপাতালের কাজ শীঘ্রই শুরু হবে: পররাষ্ট্রমন্ত্রী

দৈনিক সিলেট ডট কম
মুহিত চৌধুরী: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুুল মোমেন এমপি বলেছেন, জেলা হাসপাতালের কাজ শীঘ্রই শুরু হবে। নতুন প্ল্যান অনুমোদন হয়েছে এবং ঠিকাদারও রেডি আছে। ঈদের পর অর্থাৎ জুন মাসেই কাজ শুরু হবে। ঐতিহ্য সংরক্ষণ করেই এই হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। বৃহস্পতিবার দৈনিকসিলেটডটকমের সাথে আলাপকালে সিলেট-১ আসনের এম পি ও পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন এসব কথা বলেন।
তিনি বলেন, যারা এই হাসপাতালের বিরোধিতা করছেন তারা এধরনের হাসপাতালে চিকিৎসা নেন না। সরকার সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। সিলেটের উন্নয়নের ব্যাঘাত ঘটে এমন কোনো কর্মসূচি আমরা বরদাস্ত করতে পারিনা।
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ২০১২ সালেই নির্ধারিত হয়েছে ‘আবুসিনা ছাত্রাবাসস্থলে’ সিলেট জেলা হাসপাতাল নির্মাণ করা হবে। যারা এই হাসপাতালের বিরোধিতা করছে তারা আগে কিছু বলে নাই এখন নতুন এক বাহানা শুরু করেছে। এই হাসপাতাল সিলেটবাসীর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর একটা উপহার।
তিনি বলেন,সিলেটের স্বাস্থ্যসেবার সমস্যা দীর্ঘদিনের। মন্ত্রী হওয়ার আগে থেকেই এ নিয়ে আমি কাজ করেছি। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেরও উন্নয়ন কাজ চলছে। এ হাসপাতাল ৫০০ বেড থেকে ৯০০ বেডে উন্নীত করা হয়েছে। তারপরও সেখানে তিল ঠাই নাই। রোগীরা বারেন্দায় পর্যন্ত শোয়ে আছে। শুধু ওসমানী হাসপাতালের ওপর জোর দিলে সিলেটের স্বাস্থ্যসেবার সমস্যা সমাধান হবে না। এজন্য সিলেটে আরো হাসপাতাল নির্মাণ করতে হবে।