এয়ারপোর্ট থানা এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ী আটক

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডেস্ক: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল লেঃ কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে সিলেটের এয়ারপোর্ট থানা এলাকায় থেকে দুই মাদকব্যবসায়ী আটক করে। মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করে।
আটককৃতরা হল- গোয়াইনঘাটের খাইরাইজুতির গ্রামের মৃত সাজ্জাদুর রহমানের ছেলে মোঃ মফিজ আলী (৩১), কান্দিগ্রামের মৃত সোয়াব আলীর ছেলে মহিবুর রহমান (৪৪)।
র্যাব সূত্রে জানা যায়, অভিযানে সিলেটের এয়ারপোর্ট থানাধীন আটকিয়ারী গ্রামস্থ আলাহর দান মায়ের দোয়া মটরস দোকানের সামনে থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯। উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সিলেটের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পোর্ট থানাধীন আটকিয়ারী গ্রামস্থ আলাহর দান মায়ের দোয়া মটরস দোকানের সামনে থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯। উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সিলেটের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।