সিলেট কেন্দ্রীয় কারাগারের সাবেক জেলার মঈন আর নেই

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম:সিলেট কেন্দ্রীয় কারাগারের সাবেক জেলার ও কানাইঘাটের বাসিন্দা মাসুদ পারভেজ মঈন মারা গেছেন । আজ বুধবার দুপুর ২টার দিকে ঢাকার ইউনাইটেড হসপিটালে তিনি মারা যান। ইন্নালিল্লাহি– রাজিউন। হার্টএ্যাটাক করায় আজ সকালে তাকে এয়ারএ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল। তিনি বর্তমানে বরগুনা কারাগারের জেলার হিসেবে কর্মরত ছিলেন।