সিলেটের তরুণদের ব্যতিক্রমী উদ্যোগ

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম:সিলেটের সর্বস্তরের প্রতিভাবান এবং মেধাবী তরুনদের সম্মিলিত উদ্যোগে “Clean Surma , Green Sylhet” নামের একটি সম্ভাবনাময় প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে।
ক্বীন ব্রিজ এলাকার সুরমা নদীর দুই পাড় পরিচ্ছন্ন করা এবং সৌন্দর্যবর্ধন করে একটি দৃষ্টিনন্দন এবং মনোরম পরিবেশ গড়ে তোলাই যে প্রজক্টের লক্ষ্য।
যেখানে সকল জনগণ তাদের পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে মনোরম পরিবেশে একটু অবসর সময় কাটাতে পারে, এজন্যই এই প্রজেক্টের কার্যক্রম শুরু হয়েছে।
সিলেটের প্রায় ৩০টির অধিক সামাজিক সংগঠন ও বিভিন্ন পেশাজীবী সংগঠন সহ বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলে এই উদ্যোগটি গ্রহণ করেছে।
আজ শুক্রবার (২১শে জুন) দুপুর ২:৩০ ঘটিকায় সিলেট সিটি কর্পোরেশন আঙিনা থেকে প্রায় তিন শতাধিক মানুষকে নিয়ে একটি বর্ণাঢ্য র্যালী সহকারে ক্বীনব্রীজ অভিমুখে যাত্রা শুরুর মাধ্যমে প্রজেক্টের উদ্বোধন ঘোষণা করা হয়।
তাহিয়া তালবিয়া মীমে’র সঞ্চালনার মাধ্যমে দীর্ঘমেয়াদী এই প্রজেক্টটির উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আরিফুল হক চৌধুরী ।
তিনি বলেন – ” সিলেটের তরুণ যুব সমাজের সবাই মিলে যে উদ্যোগটি নিয়েছে, তা নি:সন্দেহে প্রশংসনীয়।
সিলেট সিটি কর্পোরেশন তাদেরকে সর্বোচ্চ রকমের সহযোগিতা করে পাশে থাকবে সব সময়। আমরা সর্বস্তরের সিলেটবাসী মিলে আমাদের ঐতিহ্যবাহী এই নগরীকে একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরবো।
সমাজের সকল শ্রেণীপেশার মানুষকে তিনি এই প্রজেক্টে অংশগ্রহণ করার আহ্ববান জানান।
এছাড়া ও উপস্থিত বক্তব্য প্রদান করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জনাব ডা: মো: জাহিদুল ইসলাম এবং সিলেট সিটি কর্পোরেশনের মেয়রের ভাতৃকন্যা বিশিষ্ট সমাজসেবী জনাবা সাইকা চৌধুরী।
ক্বীনব্রীজের দুইধারের অপরিচ্ছন্ন জায়গাগুলোকে পরিষ্কার করার মাধ্যমে আজকে থেকে অফিশিয়ালি এই প্রজেক্টের কাজ শুরু হলো। প্রজেক্টটি সম্পর্কে জিজ্ঞেস করা হলে প্রজেক্টের একজন অন্যতম মুখপাত্র জনাব ইফতি সিদ্দিকি জানান – ”
ঐতিহ্যবাহী ক্বীনব্রীজের নিচে সুরমা নদীর দুই পাশ দিন দিন তার সৌন্দর্য হারাচ্ছে। আমরাই অসাধারন এই জায়গাটিকে ধ্বংস করে দিচ্ছি অথচ এই জায়গাটি হতে পারতো একটি মনোমুগ্ধকর টুরিস্ট স্পট। এই সব কিছু চিন্তা করে আমরা সিলেটের সর্বস্তরের যুবসমাজ দল মত নির্বিশেষে অরাজনৈতিক ভাবে ঐক্যবদ্ধ হয়েছি ঐতিহ্যবাহী এই স্থানের সৌন্দর্য বর্ধনে।
প্রতি শুক্রবার সকাল ৮ ঘটিকায় আমরা সকল যুবসমাজ মিলে এর পরিচ্ছন্নতা অভিযান চালাবো। আমাদের এই প্রজেক্টটি সফল হতে যত বছরই লাগুক না কেন,আমরা এটি অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। ”
সিলেটকে একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরতে চান বলে আশা ব্যক্ত করেছেন তারা।
জানা গেছে, সিলেট সিটি কর্পোরেশন যুবসমাজের এই প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সকল ধরনের সহয়তা প্রদান করে যাচ্ছে।
প্রতিদিনের কার্যক্রমে ময়লার গাড়ি,বিশুদ্ধ খাবার পানির ট্যাংক, শ্রমিক সহ যাবতীয় সহায়তা প্রদান করে যাচ্ছেন তারা। এছাড়াও যুবসমাজের চাহিদাকে মাথায় রেখে ক্বীনব্রীজ এলাকার সৌন্দর্য বর্ধনের জন্য সিটি কর্পোরেশন নতুন লাইট, সিসি ক্যামেরা, বড় বড় ডাস্টবিন, পার্কের বেঞ্চ স্থাপন সহ সার্বক্ষণিক মনিটরিং এর আওতায় নিয়ে আসছে এই স্থানটিকে। মাননীয় মেয়রের নিজ তত্ত্বাবধানে শীঘ্রই এই প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করবে সিলেট সিটি কর্পোরেশন।
সিলেটের সর্বস্তরের মানুষরা তরুণদের এই উদ্যোগকে প্রসংশনীয় বলে আশা করছেন, শীঘ্রই সিলেট সিটি কর্পোরেশনের সহায়তায় ঐতিহ্যবাহী ক্বীনব্রীজ ও এর আশেপাশের জায়গাগুলো ফিরে পাবে তার হারানো সৌন্দর্য।