সিলেটে অ্যাপস ভিত্তিক রাইড শেয়ারিং ‘শাহড্রাইভ’র যাত্রা শুরু

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম:ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে তথ্য প্রযুক্তির ক্রমোন্নতিতে যোগ হচ্ছে নতুন নতুন প্রযুক্তি প্রতিষ্ঠান। ইন্টারনেট অ্যাপস ভিত্তিক রাইড শেয়ারিংয়ে উবার, পাঠাও এর পর এবার সিলেট থেকে যাত্রা শুরু করলো ‘শাহড্রাইভ’। ‘আমার শহরে আমার রাইড’ এই শ্লোগান নিয়ে শুক্রবার বিকেলে শাহড্রাইভ রাইড শেয়ার এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। বর্নিল উদ্বোধনীতে প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলেছেন শাহড্রাইভ সিলেটবাসীর জন্য ভালো মানের সেবার প্রত্যয় নিয়ে এসেছে। এই সেবায় থাকছে অ্যাপস ভিত্তিক ‘সিএনজি রাইড’, ‘মোটর বাইক’, ‘রাইড বুকিং’ এবং ‘রেন্ট এ কার’ সেবা। পর্যটক ও দর্শনার্থীদের জন্য সহজলভ্য ও ভাল সেবা দেয়ার কথা বলেছেন কেম্পানীর কর্তাব্যক্তিরা।
সিলেট জেলা পরিষদের সম্মেলন কক্ষে বর্নিল আয়োজনে এর উদ্বোধন করেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। শাহড্রাইভের চেয়ারম্যান সানাম মিয়া আতিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসায়ী নেতৃবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিতিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে শাহড্রাইভ এর যাত্রাকে সিলেটবাসীর জন্য আশির্বাদ হিসেবে উল্লেখ করেছেন তারা। মার্কেটিং এক্সিকিউ ফাহমিদা ওসমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন শাহড্রাইভ বিভিন্ন ধরনের যানবাহনের সমন্বয়ে যেভাবে সেবা নিয়ে হাজির হয়েছে যাত্রীদের সুষ্ঠুভাবে সেবা দিতে পারলে খুব কম সময়ে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হবে। শাহড্রাইভ শেয়ার এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী বলেন, আমি মনে করি ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে শাহড্রাইভ একটি সংযোজন। সিলেটবাসীর সেবায় এই রাইড ভাল সেবা দিয়ে থাকবে। শাহড্রাইভের পথ চলায় যে কোন সহযোগিতায় আমি পাশে থাকবো উল্লেখ করে শফিক চৌধুরী বলেন, সুন্দর ও আধুনিক সিলেট নগরী গড়ায় সবার এগিয়ে আসা উচিত।
কাউন্সলর আজাদুর রহমান আজাদ বিশ্বের আধুনিক শহরের মতো সিলেটকে যানজটমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে সকল চালকদের প্রশিক্ষন গ্রহন ও সচেতনতনভাবে যানবাহন চালানোর গুরুত্বারোপ করে শাহ ড্রাইভের যাত্রাকে উন্নয়নের পথে নতুন মাত্রা হিসেবে উল্লেখ করেন। তিনি সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে তবে উন্নত নগরী ও জীবনযাত্রায় সফলতা আসবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সাবেক সভাপতি ও এফবিসিসিআই পরিচালক খন্দাকার শিপার আহমদ, মোল্লারগাও ইউনিয়নের চেয়ারম্যান শেখ মকন মিয়া, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, ইউকে বিসিসিআই এন্ড বিসিএ এর জিএস ওলি খান ও মেয়র আরিফুল হকের কন্যা নাহিয়া ফেরদৌস ও শাহড্রাইভের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কোম্পানীর কার্যক্রম ও সেবার নানান দিক তুলে ধরা হয়। আরো উপস্থিত ছিলেন শাহ গ্লোবাল এর ডিএমডি উবায়দুল হক শাহিন, ওয়েল ফুড এর ডিজিএম জিয়াউল হক, অপারেশন ম্যানেজার রক্তিম মাহবুব, জালাল আহমদ, মানিট্রান্সফার এর ম্যানেজার ফজলে রাব্বি, তোরাব আলী, কামরান আহমদ, মশিউর রহমান, দেলওয়ার খান, এমদাদ খান, নিপু চৌধুরী, শামসুদ্দিন, প্রমুখ।