দরগা গেইটে গাড়ির ব্রেকফেল,আহত ১

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম: নগরীর দরগা গেইটের নূরজাহান হাসপাতালের সামনে ব্রেকফেল করে একটি নোহা গাড়ি রোড ডিভাইডারে সজোরে আঘাত করে। এতে গাড়ির এক যাত্রীর মাথা ফেটে যায়। তাকে নূরজাহান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গাড়িতে মহিলা-শিশুসহ বেশ ক’জন যাত্রী ছিলেন। খবর পেয়ে পুলিশ দ্রুত এসে গাড়িটি আটক করে।