সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মজিদুল

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম: সিলেট শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান পদে টংগী সরকারি কলেজের উপাধ্যক্ষ মো: মজিদুল ইসলামকে নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগের কথা জানানো হয়।
বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা মজিদুল ইসলাম সমাজকল্যাণ বিষয়ের অধ্যাপক।
প্রসঙ্গত, সিলেট শিক্ষাবোর্ডের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক আব্দুল কুদ্দুসের মেয়াদ বৃহস্পতিবার শেষ হয়। পদটি খালি হওয়ায় অধ্যাপক মজিদুল ইসলামকে এ পদে নিয়োগ দেয়া হলো।