পুলিশ কমিশনারের কাছে বনকলাপাড়া এলাকাবাসীর স্মারকলিপি

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম: সিলেট নগরীর বনকলাপাড়ায় গণপিটুনিতে নিহত ডাকাত দুদু মিয়ার ভাইয়ের মিথ্যা মামলা থেকে পরিত্রানের জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী।
সোমবার (১ জুলাই) দুপুর সাড়ে ১২টায় এলাকার ৯২৪ জন ব্যক্তিবর্গের গণস্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি কমিশনার কার্যালয়ে গিয়ে প্রদান করেন।
স্মারকলিপি গ্রহণ করে উক্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া। এসময় এয়ারপোর্ট থানা ওসিকে উক্ত বিষয়ে সরেজমিন তদন্ত করে নিরপেক্ষ তদন্ত করার নির্দেশ দেন।
এলাকাবাসীর পক্ষে এসময় উপস্থিত ছিলেন- বিশিষ্ট মুরব্বী সিকন্দর খান বাদশা, আব্দুল আজিজ মনু, একেএম শাহজাহান, দুলাল মিয়া, মাহমুদুর রহমান, শরিফ বক্স, মুজিবুর রহমান, কানন আহমদ, সৈয়দ বাহারুল ইসলাম রিপন, মানিক মিয়া, শাহজাহান আলী, জমির মিয়া, কবির আহমদ প্রমুখ।