কবিগুরুর মহাপ্রয়াণ দিবসে আনন্দলোক সিলেটের রবীন্দ্র স্মরণ
দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম:কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস উপলক্ষে আনন্দলোক সিলেটের উদ্যোগে রবীন্দ্র স্মরণ অনুষ্ঠিত হয়েছে। ৬ আগস্ট মঙ্গলবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে কবিগুরুর স্মরণে সঙ্গীতানুষ্ঠান হয়।
আনন্দলোক সিলেটের পরিচালক রানা কুমার সিনহার পরিচালনায় একক সঙ্গীত ও দ্বৈত সঙ্গীত পরিবেশন করা হয়।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবসে সঙ্গীত পরিবেশন করেন প্রতীক তন্দ, রুবী বেগম, বিজয় দাস, জলি দে, বিপ্রেস দাস, সংহিতা দেবী, রাগিনী সিনহা, অনিমেয় বিজয় চৌধুরী, নীহারিকা দাশ নিহা সহ আরো অনেকে সঙ্গীত পরিবেশ করেন।