প্রকাশ্যে ধূমপান করা গেলে সন্তানকে স্তন্যপান কেন নয়, জানতে চান অভিনেত্রী
দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডেস্ক:‘প্রকাশ্যে ধূমপান করা গেলে সন্তানকে কেন স্তন্যপান করনো যাবে না’ এ নিয়ে সরগরম বলিউড পাড়া। শুরুটা করেছিলেন ‘জুলি’ খ্যাত অভিনেত্রী নেহা ধুপিয়া। সোহা আলি খান, সমীরা রেড্ডিসহ অনেক অভিনেত্রীই বিষয়টি নিয়ে তর্ক চর্চা করেছেন। এবার সে তালিকায় নিজের নাম লেখালেন ছবি মিত্তল নামে ভারতীয় টেলিভিশনের এক অভিনেত্রী।
সম্প্রতি দ্বিতীয়বারের মতো মা হয়েছেন ছবি। নিজের ইন্সটাগ্রামে এক পোস্টে প্রকাশ্যে ধূমপান করার অনুমতি থাকলে সন্তানকে স্তন্যপান করানোর অনুমতি থাকবে না কেন জানতে চান তিনি।
ছবি তার পোস্টে লিখেন, স্তন্যপানের মধ্যে দিয়ে মায়ের সঙ্গে সন্তানের সুন্দর যোগসূত্র তৈরি হয়। এটা ভেঙে ফেলা অসম্ভব। সন্তানের সঙ্গে ওই ২০ মিনিট সময় খুব মূল্যবান। তাই আমি ওই সময়টা একা থাকতেই পছন্দ করি।
অনেক সময়েই সন্তানকে নিয়ে বাইরে বের হতে হয়। তাই প্রকাশ্যে স্তন্যপান করানোর অনুমতি থাকা উচিত। যদি প্রকাশ্যে ধূমপান করা যায়, মদ্যপান করা যায়, এমনকি কাউকে অপমানও করা যায়, তাহলে সন্তানকে স্তন্যপান করানো যাবে না কেন?
এটা খুবই স্বাভাবিক বিষয় বলেও নিজের মত প্রকাশ করেন টেলিভিশন অভিনেত্রী।