সিলেট ডেভেলপমেন্ট একাডেমি’র যাত্রা শুরু

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম: সিলেট নগরীর মিরের ময়দান পয়েন্টে ‘সিলেট ডেভেলপমেন্ট একাডেমি’র’ যাত্রা শুরু হয়েছে।
Building Bridges to Employment, এই স্লোগান নিয়ে সিলেট ডেভেলপমেন্ট একাডেমি (এসডিএ) সামনে এগুতে চায়।
ভিন্নধাচের এই শিক্ষা প্রতিষ্টানটিতে মুলত একাডেমিক এর পাশাপাশি বিভিন্ন স্কিল ডেভেলাপমেন্ট কোর্স ও রয়েছে।
২৪ শে আগস্ট, শনিবার সিলেট ডেভেলপমেন্ট একাডেমি-SDA আয়োজন করতে যাচ্ছে “Open Day : Pathway to Higher Career”
এদিন সকাল ১১ টা থেকে ৮টা পর্যন্ত SDA সেন্টার টি সবার জন্য উন্মুক্ত থাকবে । তাই যে কেউ সকাল ১১ টা থেকে ৮টার মধ্যে কোনো বাধা ধরা ছাড়াই সেন্টার টি ঘুরে দেখার জন্য সুযোগ পাবেন।
তাছাড়া দুপুর ১২ টায় ও বিকাল ৪ টায় পৃথক ২টি সেশন অনুষ্টিত হবে ৷ এতেও যে কেউ অংশ নিতে পারবেন কোনো ধরনের ফি ছাড়া৷
সেশনে নিজেদের ক্যারিয়ার গড়ার টিপস,বিদেশে কম IELTS স্কোর নিয়ে পড়ার সুযোগ, SDA ও এর সিস্টার কোম্পানি তে চাকরির সুযোগ, সফল উদ্যোক্তা দের বাস্তব অভিজ্ঞতা সহ SDA এর বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে। এতে মূল বক্তা হিসেবে থাকবেন SDA, ASTM UK ও, OGTA UK এর পরিচালক কামাল রব।
এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির সভাপতি দৈনিকসিলেটডটকমকে বলেন- ‘এদিন আমাদের প্রতিষ্ঠানটি ঘুরে দেখার পাশাপাশি আমাদের ডিরেক্টর, চিফ অফিসারদের সাথে সাক্ষাতসহ থাকছে আনলিমিটেড স্ন্যাক্স এন্ড ড্রিঙ্কস, তাই ২৪ শে আগস্ট SDA তে সবাইকে, বিশেষ করে সিলেটের তরুণ প্রজন্মকে আন্তরিক আমন্ত্রন জানাই’।
তাছাড়া প্রতিষ্ঠানটি এরই মধ্যে মান নিয়ে প্রশংসিত হচ্ছে প্রতিনিয়ত। যুক্তরাজ্যের কলেজ ASTM, Oldham, ট্রেইনিং ইন্সটিটিউট OGTA সহ প্রায় ৮টির বেশি বিশ্ববিদ্যালয়ের সাথে সরাসরি সংযুক্ত হওয়ায় সব ধরনের কোর্স মান সম্মত ট্রেইনার দ্বারা করানো হচ্ছে, ।