সিলেট ব্যবসায়ী পরিষদ’র দিন ব্যাপী নির্বাচনী প্রচারণা
প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ৮:৩৫ অপরাহ্ণ
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র আসন্ন নির্বাচনকে সামনে রেখে দিন ব্যাপী প্রচারণা শুরু করেছে ’সিলেট ব্যবসায়ী পরিষদ’। গতকাল শনিবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা প্রচারণা চালান পরিষদের নেতৃবৃন্দ। প্রচারণার অংশ হিসেবে সিলেট নগরীর আম্বরখান, দর্শন দেউড়ী, সুবিদবাজার এলাকার বিভিন্ন মার্কেট ও দোকানে প্রচারণা করেন এবং সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির সাথে মতবিনিময় করেন নেতৃবৃন্দ।
প্রচারণায় উপস্থিত ছিলেন- দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ। প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন-’সিলেট ব্যবসায়ী পরিষদ’ প্যানেল অর্ডিনারী প্রার্থী -এহতেশামুল হক চৌধুরী, মো: সাহিদুর রহমান, ফালাহ উদ্দিন আলী আহমদ, মুশফিক জায়গীরদার, মো: আব্দুর রহমান জামিল, খন্দকার ইসরার আহমেদ রকী, মো: শফিকুল ইসলাম, শান্ত দেব, মো: আব্দুস সামাদ, খলিলুর রহমান চৌধুরী, ফখর উছ সালেহীন নাহিয়ান, আলীমুল এহছান চৌধুরী। এসোসিয়েট শ্রেণী-ইলিয়াছ উদ্দিন লিপু, মো: আব্দুল কালাম, কাজী মো: মোস্তাফিজুর রহমান, মনোরঞ্জন চক্রবর্তী সবুজ। -বিজ্ঞপ্তি