সিলেট সিটির সাথে নিউইয়র্ক সিটির সিস্টার সিটির সম্পর্ক নিয়ে কিছু কথা
দৈনিক সিলেট ডট কম
হাসান আলী: সিলেট সিটি বর্তমানে বৃটেনের পোর্টসমাউথ ও চায়নার ” লিটিল সাংহাই” নামে খ্যাত উশি সিটির সাথে সিস্টার সিটির সম্পর্ক আছে৷সিলেট সিটি কর্পোরেশনের মেয়র জনাব আরিফ চৌধুরীর সময় এই চুক্তিগুলি হয়েছে ৷ ৷এর মাধ্যমে শিক্ষা, সংস্কৃতি,বানিজ্য ও পর্যটন শিল্পের উন্নয়নে পদক্ষেপ গ্রহন করা হয়েছে ৷ বাংলাদেশী আমেরিকান ব্যবসায়ী সংগঠনগুলি নিজ নিজ এলাকার কাউন্সিলম্যানের সহায়তায় বাংলাদেশের নিজ এলাকার সিটিগুলির সাথে সিস্টার সিটির সম্পর্ক স্হাপন করে বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিনত করতে ভুমিকা রাখতে পারেন ৷নিজ নিজ এলাকার কাউন্সিলম্যানকে নিয়ে বাংলাদেশের আপনার এলাকায় সিটিতে ভ্রমনে নিয়ে যেতে পারেন ৷তাহলে উভয় সিটি বানিজ্যিকভাবে লাভবান হবে ৷নিউইয়র্কের ব্যবসায়ী সংগঠন আমেরিকান বাংলাদেশী বিজনেস এলায়েন্সের(ABBA)ফখরুল ইসলাম দেলওয়ার ও মইনুল ইসলাম এবং পার্চেষ্টারের ব্যবসায়ী সংগঠনের গিয়াস উদ্দিন সাহেবের দৃষ্টি আকর্ষন করচ্ছি ৷ মিশিগানের হামট্টামিক সিটি ও নিউজার্সির পেটারসন সিটিতে বাংলাদেশী আমেরিকান কাউন্সিলম্যান আছেন ৷আমেরিকার বড় বড় সিটির বাংলাদেশী আমেরিকান ব্যবসায়ী সংগঠনগুলি উদ্যেগ নিলে সহজেই বাংলাদেশের বড় বড় সিটির সাথে সিস্টার সিটির সম্পর্ক গড়ে তোলা সহজ ৷ অনেকে মনে করেন কংগ্রেসম্যান বা সিনেটর ছাড়া ইহা সম্ভব নয় , ইহা ভ্রান্ত ধারনা ৷ ৷সিলেট সিটিকে নিউইয়র্ক সিটির সাথে সিস্টার সিটি হিসাবে ঘোষনা করতে পারলে সিলেটের বিশ্ববিদ্যালয়গুলির সাথে নিউইয়র্কের বিশ্ববিদ্যালয়গুলির স্টুডেন্ট বিনিময়, বানিজ্য ও পর্যটন বৃদ্ধির মাধ্যমে বেকার সমস্যার সমাধান ও অর্থনৈতিক উন্নয়নে ভুমিকা রাখবে ৷ আল্লাহ আমাদের সহায় হউন ৷
হাসান আলী, প্রেসিডেন্ট অর্গানাইজেশন অব বাংলাদেশী আমেরিকান্স ৷