দৈনিকসিলেটডেস্ক:১৯৭১ সালে মুক্তিযুদ্ধের লড়াই বলতে সবসময় পুরুষদের গেরিলাযুদ্ধের চিত্রটাই সবার চোখে ভেসে ওঠে।
সেই তুলনায় সেসময় নারীদের অবদানের চিত্র খুব একটা সামনে আসতে দেখা যায় না।
তবে, বাস্তবতা হল–মুক্তিযুদ্ধে নারীরাও নানাভাবে ভূমিকা রেখেছিলেন।
বিবিসি বাংলা ফিরে দেখার চেষ্টা করেছে নারী মুক্তিযোদ্ধাদের সেই ভূমিকার দিকে।