জগন্নাথপুরে যুক্তরাজ্য আ’লীগ নেতাকে সংবর্ধনা
জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইয়র্ক আওয়ামী লীগ ইউকে’র সভাপতি রাকিব আলী’র আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে আলীগঞ্জ বাজারে পাইলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.আফতাব উদ্দিনের সভাপতিত্বে ও পাইলগাঁও ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক শিপন খাঁনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মখলিছ মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সহ সম্পাদক আব্দুল বারিক, পাইলগাঁও শ্রমিকলীগের সভাপতি মো.তমিজ উদ্দিন, নবীগঞ্জ প্রেস ক্লাবের সহ সভাপতি আশাহিদ আলী আশা, দৈনিক সিলেটের ডাক পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি রাকিব হোসেন প্রমুখ।
এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।