খালেদা জিয়া ও মকসুদের মুক্তির দাবীতে দক্ষিণ সুরমায় ছাত্রদলের মশাল মিছিল
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২০, ৯:০৩ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম : বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদের মুক্তির দাবীতে দক্ষিণ সুরমায় মশাল মিছিল করেছে উপজেলা ছাত্রদল।
বৃহস্পতিবার সন্ধ্যায় রেল স্টেশন এলাকা থেকে মিছিলটি বের হয়ে কদমতলী পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি মিনার হোসেন লিটন, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি কবির আহমদ চৌধুরী উজ্জল, ছাত্রদল নেতা মাহমুদুর রহমান বাবর, রাসেল আহমদ, আতাউর রহমান,রায়হান আলম, ফরহাদ হোসেন ময়না, শাহেল শাহ, মঞ্জুর আহমদ, ছানাউল হক ছানা, বদরুল ইসলাম, হুমায়ুন রশিদ, আবু বকর সিদ্দিক, শাহেদ আহমদ, সজিব আহমদ, সুহানুর রহমান সামাদ, বাদল, আবু রায়হান রাজু,হোসাইন আহমদ সানি, রাহেল আহমদ, রাজ খান ইমন, খালেদ মনি, ওলীউর রহমান ফেরদৌস, সুরমান আলী, আলী আহমদ রনী, শরীফ আহমদ, আব্দুল ওয়াহিদ, আব্দুল মোজাক্কির ফাহিম, আব্দুল মুকিত জাহাঙ্গীর ,কাহারআহমদ, ফাহিম আহমদ, কয়েছ আহমদ বীর, আব্দুল বাছিত, রুবেল আহমদ, সোহেল আহমদ, কাওছার আহমদ, পাভেল, নাঈম, জহির, নুরুল আমীন, জাহেদ আহমদ, জামিল, রকিব, শিপন, মাহবুব, শাহজাহান, ফয়সল, ইফতি প্রমুখ।