অবাধ তথ্যপ্রবাহ ছাড়া মৌলিক অধিকার অসম্পূর্ণ
দৈনিক সিলেট ডট কম
মৌলভীবাজার: অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত না হলে মানুষের মৌলিক অধিকার পূরণ করা সম্ভব নয়। জনগণের তথ্য প্রাপ্তি নিশ্চিত করা হলে সরকারি-বেসরকারি দপ্তরের সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আয়োজিত তথ্যমেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ। স্থানীয় জেলা পরিষদ অডিটরিয়ামে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির (সনাক) যৌথ উদ্যোগে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়।
প্রধান তথ্য কমিশনার বলেন, তথ্য পাওয়া যে মানুষের মৌলিক অধিকার সে বিষয় সম্পর্কে মানুষকে জানাতে হবে। অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত না হলে মানুষের মৌলিক অধিকার পূরণ করা সম্ভব নয়। তথ্য আইন বাস্তবায়ন ও জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টিতে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানান মরতুজা আহমদ।
সনাক’র শ্রীমঙ্গল সভাপতি সৈয়দ নেছার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- মৌলভীবাজার জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ, টিআইবির চেয়ারম্যান ইফতেখারুজ্জামান, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) আশরাফুজ্জামান প্রমুখ।
‘তথ্যই শক্তি: জানবো জানাবো, দুর্নীতি রুখবো’ স্লোগান শীর্ষক দুর্নীতিবিরোধী সচেতনতামূলক এ মেলায় সরকারি-বেসরকারি মিলিয়ে অর্ধ শতাধিক স্টল অংশ নেয়। সাধারণ মানুষকে বিনামূল্যে তথ্য ও পরামর্শ সেবা দিতেই দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়।