প্রেমে প্রত্যাখ্যাত হয়ে নারী পুলিশ সহকর্মীকে গুলি করে হত্যা
দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডেস্ক:প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নারী পুলিশ সহকর্মীকে গুলি করে হত্যা করেছেন পুলিশের এক এসআই। পরে তিনি নিজেও আত্মহত্যা করেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ভারতের দিল্লিতে এ ঘটনা ঘটে।
ভারতীয় সম্প্রচারমাধ্যম ‘এনডিটিভি’র খবরে বলা হয়, ওই নারী পুলিশ কর্মকর্তার নাম প্রীতি আহ্লাওয়াত। তাকে গুলি করা পুলিশ কর্মকর্তার নাম দীপাংশু রাঠি। প্রীতি আহ্লাওয়াতকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন দীপাংশু। তারা দুজনই ২০১৮ ব্যাচে দিল্লি পুলিশে যোগ দিয়েছিলেন এবং রোহিনি এলাকায় একই ভাড়া বাড়িতে থাকতেন।
দিল্লি পুলিশের দেওয়া তথ্য মতে, প্রীতি কর্মক্ষেত্র পূর্ব দিল্লির শিল্পায়ন এলাকা থেকে বাড়ি ফেরার পথে রোহিনি রেলস্টেশনে পৌঁছালে তার মাথায় গুলি করেন দীপাংশু। এতে ঘটনাস্থলেই মারা যান প্রীতি।
পরে ঘটনাস্থল থেকে তিনটি কার্তুজ উদ্ধার করা হয়েছে এবং সিসিটিভি ভিডিও দেখে দীপাংশুকে চিহ্নিত করা হয়েছে।
রোহিনী জেলার অতিরিক্ত কমিশনার এসডি মিসরা বলেন, ‘কর্মস্থল সনিপুতে পুলিশের একটি গাড়িতে আত্মহত্যা করেন দীপাংশু। এ সময় গাড়িটি ভেতর থেকে বন্ধ করা ছিল।’
তাদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে।