প্রেম না করার শপথ নিলেন তারা (ভিডিও)


দৈনিকসিলেটডেস্ক: ভালোবাসা দিবসে ‘প্রেম বা প্রেমের বিয়ে’ করবে না বলে শপথ পাঠ করানো হয়েছে একটি কলেজের ছাত্রীদের। এ ঘটনার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।

এ শপথ পাঠ করানো হয় ভারতের মহারাষ্ট্রের এক মহিলা কলেজের ছাত্রীদের। সেই শপথের ভিডিও ছড়িয়ে পড়ায় শুরু হয়েছে সমালোচনা।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার’র একটি প্রতিবেদনে বলা হয়, ‘যেকোনো রকমের প্রেমের সম্পর্ক থেকে দূরে থাকব। লাভ ম্যারেজ বা প্রেমের বিয়ে করব না’, গতকাল শুক্রবার মহারাষ্ট্রের চান্দুর রেলস্টেশনের পাশে আর্টস অ্যান্ড কমার্স কলেজের ছাত্রীদের এমন শপথ পাঠ করানো হয়। ন্যাশনাল সার্ভিস স্কিমের (এনএসএস) কর্মসূচীর অংশ হিসাবে এই অঙ্গীকার করানো হয় তাদের। কলেজ কর্তৃপক্ষ ছাত্রীদের ওই শপথ পাঠ করতে বললে তারা তাতে সহমত পোষণ করে।

শপথে বলা হয়, ‘আমি অঙ্গীকার করছি, বাবা-মায়ের ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে। তাই আমার সামনে ঘটা বিভিন্ন ঘটনা দেখে আমি বলছি, আমি কোনোদিন প্রেম বা প্রেমের বিয়ে করব না। আমি এ রকম কাউকে বিয়ে করব না, যে পণ নিতে চায়। আমার যেখানেই বিয়ে হোক, ভবিষ্যতে আমিও কোনোদিন পণ নেব না, বা দেব না। এটা আমার সামাজিক কর্তব্য।’

ঋতিকা রঙ্গারি নামের আর্টস অ্যান্ড কমার্স কলেজের এক ছাত্রী বলেন, ‘ভালোবাসার পাত্রকে ভালো ও স্বনির্ভর হতে হবে। তাই আমি মনে করি, প্রেমের ব্যাপারে সব সময় পরিবারের পরামর্শ নেওয়া উচিত। আমি এই শপথ নিয়েছি। আমার বাবা-মায়ের ওপর পূর্ণ আস্থা রয়েছে। আমি কোনোদিন প্রেম বা প্রেমের বিয়ে করব না।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন