মামুনুর রশিদ স্মৃতি ১৯তম ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ৫:৪৩ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম:নগরীর কালাপাথর মাঠে ১৯ তম মামুনুর রশিদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২০-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
রোববার (১৬ ফেব্র“য়ারি) সকাল ১০টায় সুরমা বয়েজ ক্লাব আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি ফারুক আহমদ মিসবাহ।
সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেনে পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সিনিয়র ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, সুরমা বয়েজ ক্লাবের সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিছ, সুমন বাহাদুরসহ ক্লাব সদস্যবৃন্দ।
এবারের টুর্নামেন্টে মোট ৮টি ক্রিকেট ক্লাব অংশ করছে। উদ্বোধনী খেলায় অ্যাম্পিরিয়াম একাদশ বনাম ভিক্টোরিয়া ক্রিকেট ক্লাব অংশ করে।