বঙ্গবন্ধু আদর্শ গ্রাম গঠনের লক্ষ্যে ডুংরিয়ায় মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০২০, ৭:১১ অপরাহ্ণ
কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাবনা- বঙ্গবন্ধু আদর্শ গ্রাম প্রতিষ্ঠার লক্ষ্যে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ডুংরিয়া গ্রামের বিভিন্ন শ্রেণি পেশার মানুষদেরকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার সকাল ১১টায় ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সমবায়ের সিলেট বিভাগীয় যুগ্ম সচিব নিয়ামুল বাশার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার বশির আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মোনায়েম, জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি ফরিদুর রহমান ফরিদ, জেলা কৃষকলীগের সদস্য মাসুক মিয়া সহ একালাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।