শিমুলবাগানে ভ্রমণে নিষেধাজ্ঞা
প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০২০, ৪:৪০ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম: ভাইরাসের সংক্রমণ মহামারী রূপ নেয়ায় সুনামগঞ্জের হাওর ও সীমান্ত জনপদসহ সব দর্শনীয় স্থানে পর্যটক আগমনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে উপজেলা প্রশাসন এ নিষেধাজ্ঞা জারি করেন। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী যুগান্তরকে জানান, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
তিনি বলেন, করোনাভাইরাস মোকাবেলা ও ঝুঁকি এড়াতে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ।
চলতি বছরের ২১ থেকে ২৩ মার্চ তিন দিনব্যাপী তাহিরপুরের হযরত শাহ আরেফিনের (রহ) আস্থানায় বার্ষিক উরস মোবারক ও শ্রী অদ্বৈত আচার্যের জন্মধাম রাজারগাঁওস্থ জাদুকাটা নদীর তীরবর্তী পুণ্যতীর্থধামে বারুণীমেলায় একই সময়ে গঙ্গা স্নানযাত্রা উৎসব বন্ধ করে দেয়া হয়েছে।
এ দুটি ধর্মীয় উৎসবে কমপক্ষে ৪-৫ লাখ মানুষের সমাগম ঘটে। করোনাভাইরাস মোকাবেলায় জেলা প্রশাসন ওই দুটি উৎসব বন্ধ করে দিয়েছে।
তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, উপজেলার দর্শনীয় স্থানগুলোতে পর্যটক আগমন নিরুৎসাহিত করতে এসব স্থানে পর্যটক পরিবহন কাজে থাকা সব ধরনের যানবাহনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছেন উপজেলা প্রশাসন।
নিষেধাজ্ঞা অমান্য করে পর্যটক পরিবহন কাজে থাকলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পর্যটক পরিবাহী সব ধরনের তিন-চার চাকার যানবাহন, মোটরসাইকেল, ইঞ্জিনচালিত ট্রলার, স্পিডবোটগুলোকে জব্দ, চালক মালিকদের সাজার মাধ্যমে জেলহাজতে পাঠানো এমনকি অর্থদণ্ড আদায় করা হতে পারে।
ডিএস/বিআরএন