এ মৃত্যুর দায় কে নেবে?
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২০, ১২:৫৫ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম:এবার করোনা সন্দেহে সিলেট নগরীতে প্রাণ গেলো এক কিডনি রোগীর। তাঁর নাম গিয়াস উদ্দিন (৬৫)। তিনি নগরীর হাউজিং এস্টেটের বাসিন্দা । ২৪ মার্চ মঙ্গলবার রাত ৯ টায় নিজ বাসভবনে তাঁর মৃত্যু হয়।
জানা গেছে গিয়াস উদ্দিন প্রায় ৩ বছর থেকে কিডনি রোগে আক্রান্ত। তিনি ডায়ালিসিসের মাধ্যমে সুস্থ ছিলেন।
গিয়াস উদ্দিনের আপন ভাতিজা তরুণ ব্যবসায়ী ওমর মাহবুব দৈনিকসিলেটডটকমকে জানান,
২১ মার্চ তার চাচা সিলেট কিডনি ফাউন্ডেশনে গিয়ে ডায়ালিসিস করান। পরদিন তার শ্বাসকষ্ট শুরু হলে লন্ডন প্রবাসী ছেলেকে নিয়ে তিনি আবার সিলেট কিডনি ফাউন্ডেশনে যান। সাথে প্রবাসী ছেলে থাকার কারণে কিডনি ফাউন্ডেশন তাকে চিকিৎসা না দিয়ে ফেরত পাঠান।
কিডনি ফাউন্ডেশনের নিয়মিত রোগি হিসেবে ২৩ তারিখ তার ডায়ালিসিস করার কথা। সেই হিসেবে গিয়াস উদ্দিনকে নিয়ে যাওয়া হয় সিলেট কিডনি ফাউন্ডেশনে।
সেখানে কর্তব্যরত চিকিৎসক ডায়ালিসিস না করে গিয়াস উদ্দিনকে কোয়ারেন্টাইনে রাখার পরামর্শ দিয়ে ফিরিয়ে দেন।
পর দিন ২৪ মার্চ গিয়াস উদ্দিনকে বাঁচাতে তার স্বজনরা সিলেট নগরীর প্রায় সবগুলো হাসপাতালে নিয়ে যান ডায়ালিসিস করাতে। ক্ন্তিু কোনো হাসপাতালই তার ডায়ালিসিস করতে রাজি হয় নাই।
ওমর মাহবুব আরো জানান, শেষ পর্যন্ত বিনা চিকিৎসায় তার চাচা ঐ দিন রাত ৯টায় হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায়ই মৃতুকোলে ঢলে পড়েন।
স্থানীয় জনপ্রতিনিধি বিষয়টি সিলেটের জেলা প্রশাসককে অবহিত করলে, জেলা প্রশাসক সিভিল সার্জনের পরামর্শক্রমে দ্রুত লাশ দাফনের ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দেন।
সাধারণ মানুষের প্রশ্ন হলো -এ লাশ কি কোনও করোনা রোগীর ? একজন কিডনি ডায়ালিসিসের রোগিকে কেনো কোয়ারেন্টাইন্ড করা হলো? এ মৃত্যুর দায় কে নেবে?
তার আগে গত ২২ মার্চ সিলেটে করোনা আইসোলেশন সেন্টারে মারা যাওয়া যুক্তরাজ্য প্রবাসী মহিলার মৃত্যুর তিন দিন পর দেশবাসি জানতে পারলো যে তিনি করোনা আক্রান্ত ছিলেন না।
হাউজিং এস্টেটের বাসিন্দা ও সাবেক প্যানেল মেয়র, কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী এ ব্যাপারে বলেন, বিষয়টি তিনি শুনেছেন এবং খোজ খবর নিচ্ছেন।
অভিজ্ঞমহল বলছেন এ ধরনের অমানবিক কর্মকান্ড সরকারের ভাবমূর্তিকে দারুণভাবে ক্ষতিগ্রস্থ করবে। তারা বলেন, সরকারী কর্মকর্তাকে এসব ব্যাপারে আরো দায়িত্বশীল হতে হবে।পর্দার অন্তরালে কলকাঠি নাড়বে সিণ্ডিকেট আর সাধারণ মানুষ আঙুল তুলবে সরকারে দিকে, সেটা হতে পারেনা।