আজমিরীগঞ্জের বাজারে এসিল্যান্ড মতিউর রহমানের মোবাইল কোর্ট
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২০, ৫:৩৩ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম: নিত্য প্রয়োজনীয় দ্রব্য, ফার্মেসী ছাড়া সকল দোকানপাট বন্ধ রাখা নিশ্চিত ও বাজার স্থিতিশীল রাখতে আজমিরীগঞ্জের বিভিন্ন বাজার মনিটরিং ও টহল দিয়েছে বানিয়াচংয়ের এসিল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান খানের ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২৪ মার্চ ২০২০ খ্রিষ্টাব্দ) সন্ধার পর আজমিরীগঞ্জ বাজার, কাকাইলছেও বাজার, সলোরি বাজার ও শিবপাশা বাজারে উক্ত অভিযান পরিচালিত হয়। এসময় আদেশ অমান্য করায় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।
মোবাইল কোর্টকে সহযোগিতা করেন আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান খান জানান, সরকারী আদেশ হচ্ছে খাবার সামগ্রীর দোকান ও ফার্মেসী ব্যতীত সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
সন্ধার পর সকল প্রকার দোকানপাট বন্ধ থাকবে। জনগণকে সামাজিক দুরত্ব বজায় রেখে চলাফেরা করতে হবে। এর ব্যত্যয় ঘটলে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেয়া হবে।
তিনি আরও বলেন বর্তমান করোনার প্রাদুর্ভাব থেকে নিজেকে রক্ষা করতে হলে নিজ নিজ বাড়িতে অবস্থান করাই শ্রেয়।
নিজেকে এবং দেশের মানুষকে সুরক্ষা রাখতে সরকারি নীতিমালা অনুসরণ করে চলাফেরার আহবান জানান তিনি।
ডিএস/বিআরএন