কানাইঘাটে করোনাভাইরাস প্রতিরোধে পুলিশের সতর্কতা অভিযান
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০২০, ৭:৪১ অপরাহ্ণ
কানাইঘাট প্রতিনিধি:করোনাভাইরাস মহামারী থেকে মানুষকে সুরক্ষিত রাখতে পুলিশের বিরামহীন অভিযান ও সচেতনতা প্রচারনা অব্যাহত রয়েছে। জনসমাগম এড়াতে কানাইঘাট থানা পুলিশ সোমবার উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট চেক পোষ্ট বসিয়ে যানযাবহন চলাচলে সামাজিক দূরত্ব বজায় রাখতে মনিটরিং কার্যক্রম অব্যাহত রেখেছে। এছাড়া বেলা ২টায় কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. শামসুদ্দোহা পিপিএম পুলিশ কর্মকর্তা ও সদস্যদের নিয়ে কানাইঘাট বাজারে অকারনে বাজারে ভীড় ও জনসমাগম এড়াতে অভিযান পরিচালনা করেন। এ সময় তারা বাজারে আগত জনগনকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে দ্রুত বাজার ত্যাগ করে বাড়িতে চলে যাওয়ার আহ্বান করেন এবং ব্যবসায়ীদের দূরত্ব বজায় রেখে ব্যবসা পরিচালনা সহ বিকেল ৫টার মধ্যে দোকান পাঠ বন্ধ করার নির্দেশ দেন।