জগন্নাথপুরে ১০ টাকা কেজি দরে চাল পাবেন ঘরবন্দিরা
দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম: করোনাভাইরাস সংক্রমণ সংকটে ঘরবন্দি অসহায় দরিদ্রদের মধ্যে ১০ টাকা কেজি দরে ওএমএস’র চাল জগন্নাথপুর পৌরশহরে আজ মঙ্গলবার থেকে বিতরণ কার্যক্রম শুরু হবে।
এএমএস’র চাল ডিলার সুশান্ত রায় জানান,জাতীয় পরিচয় কার্ডের মাধ্যমে একজন দরিদ্র ব্যক্তি ১০ টাকা কেজি দরে মোট ৫ কেজি চাল ক্রয় করতে পারবেন। প্রত্যেক সপ্তাহের মধ্যে মঙ্গল, বৃহস্পতি ও রোববার এই তিন দিন চাল বিতরণ করা হবে। শহরের হেলিপ্যাড এলাকায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাল বিতরণ কার্যক্রম চলবে।
জগন্নাথপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুর রব জানান, সরকারী নির্দেশনায় করোনাভাইরাস সংকটের কারণে দরিদ্রদের মধ্যে ১০ টাকা দরে প্রতি কেজি চাল বিক্রি শুরু হবে আজ থেকে। সপ্তাহে তিনদিন বিতরণ করা হবে চাল। তিন দিনে ১ টন করে মোট তিন টন চাল বিতরণ করা হবে।