বিয়ের প্রলোভনে ২ বছর ধরে নারীকে ধর্ষণ!
দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডেস্ক:ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বিয়ের প্রলোভনে এক সন্তানের জননীকে (২৩) প্রায় দুই বছর ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন নূর ইসলাম (৪০) নামে ওই ধর্ষককে আটক করে গত বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশে সোপর্দ করেছে।
গৌরীপুর উপজেলার পাইস্কা গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় গৌরীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। গ্রেপ্তার নূর ইসলাম উপজেলার মইলাকান্দা ইউনিয়নের ডেংগা গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী নারী জানান, তিনি সাড়ে চার বছর বয়সী ছেলে সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করেন। নূর ইসলামের সঙ্গে প্রায় দুবছর ধরে পরকীয়া সম্পর্ক চলছিল তার। এ সময়ে বিয়ের প্রলোভনে দিয়ে সে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। সম্প্রতি তাকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে নূর ইসলাম নানা টালবাহানা করতে থাকে।
এক পর্যায়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে এ ঘটনা জানান ওই নারী। এতে নূর ইসলাম ক্ষিপ্ত হয়ে বুধবার রাত ১১টার দিকে তাকে ধর্ষণ করে পালিয়ে যান বলে অভিযোগ ওই নারীর।
পরে এ ঘটনা জানাজানি হলে স্থানীয় লোকজন নূর ইসলামকে এলাকা থেকে আটক করে বৃহস্পতিবার সন্ধ্যায় গৌরীপুর থানার পুলিশের নিকট সোপর্দ করেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন বলেন, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী নারীর দায়েরকৃত মামলায় নূর ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।-আমাদেরসময়