‘ভূত সেজে’ রাস্তায় কী করছেন তারা?
দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডেস্ক:করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বিশ্বের অনেকে দেশে এখন লকডাউন (অবরুদ্ধ)। মানুষকে ঘরে রাখতে বেশিরভাগ দেশের আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী যেখানে হিমশিম খাচ্ছেন, সেখানে ইন্দোনেশিয়ার একটি গ্রামে অভিনব এক পদ্ধতি বের করা হয়েছে। ভূত সেজে ভয় দেখিয়ে সেখানে মানুষকে ঘরে রাখার চেষ্টা চলছে।
দেশটির জাভা দ্বীপের কেপুহ গ্রামের স্বেচ্ছাসেবীরা মানুষকে ঘরে রাখতে ভূত সেজে ঘুরে বেড়াচ্ছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।
ইন্দোনেশিয়ার রূপকথা অনুযায়ী, মৃত মানুষের আত্মা ভূত হয়ে ঘুরে বেড়ায়। সাদা কাপড়ে পেঁচিয়ে, মুখে সাদা গুড়া মেখে, চোখ কোটরে ঢুকানো প্রেত ‘পোকং’-এ আত্মা আটকে থাকে। প্রেত সাজতে এ কাহিনিকেই কাজে লাগিয়েছেন আয়োজকরা।
প্রথম দিকে অবশ্য বিপরীত প্রতিক্রিয়া দেখা গেছে। ভূতরূপী স্বেচ্ছাসেবীদের খুঁজতে লোকজন বেরিয়ে পড়ত। তবে ধীরে ধীরে অবস্থার উন্নতি হতে শুরু করে।
স্থানীয় বাসিন্দা করানো সুপাদমো বার্তা সংস্থা রয়টার্সকে জানান,ভূত দেখার পর মা-বাবা ও শিশুরা ঘর থেকে বের হয় না। মাগরিবের নামাজের পর লোকজন জড়ো হয় না। তারা আর রাস্তাঘাটে অবস্থান করে না।
ইন্দোনেশিয়ায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৪১ জন। এর মধ্যে মারা গেছেন ৩৭৩ জন।