শ্রমিকের কুতুব মিনার
দৈনিক সিলেট ডট কম
-সালেহ আহমদ খসরু
তাজমহল দেখেছো কি শুনেছো কি তাঁর কথা
দিল্লি আগ্রা কুতুবমিনার পড়েছে ভেঙে একটি কাঁধে-
চোখ রাখো এই ছবির পরে হেথা।
চে-গুয়েভারা, ক্যাস্ট্রো-ভাসানী-বঙ্গবন্ধু-জিয়া
দেখছেন কি- শ্রমিকের ঘামে সড়ক আজি সোঁদা
বীর শ্রেষ্ঠ কাঁদিছে আজও রক্ত কণিকায়-
ভিজেছে মাটি শ্রমিকের ঘামে সাঁঝের এ বেলায়।
দেখেছো কি সুতার মেশিনে গড়েছে মাসল্ খাসা
শুষে নিয়েছে রুবানা কাবানা যতোসব রক্ত শোষা
কুঠিয়াল হাঁকে রাজ মন্দিরে পাখির কলরব-
জীর্ণ গাত্র নীলবর্ণ বিষের পেয়ালা হরদম তার মদ।
বুঝিনা আজ কোভিড-১৯ করোনা কাকে বলে
ক্ষুধার জ্বালায় পুড়িছে উদর জঠর জরায়ু তলে
ক্ষুধিত কন্ঠে শোর মাচিয়ে বলছি পৃথিবী শুনো-
একটিবারের জন্যে হলেও বাঁচাও প্রাণ মম।
ভেবে থাকো তুমি থাকিবে সম অট্টালিকার পরে
লুটাইবে একদা কাফন পরে ঐ মাটির বুকের তরে
সেদিনও জেনো,ঐ শ্রমিকের কোঁদাল সবুজ বাঁশে-
শুইবে তুমি পরম মমতায় ভেজা ঐ জোড়া হাতে।
সময় নিয়ে সময় তুমি ভেবে বল দেখি একবার
লুন্ঠন যা করেছিলে-তা কাজে আসেনিতো শেষ বার
ঘড়ির কাঁটা অবিরত সে নিয়মের তালে তালে-
শেষ বিচারে ভেবেছো তুমি-কি আছে তোমার ভালে!