সিলেটে সংস্কৃতিকর্মীদের একদল মিউজিশিয়ানস এর উপহার সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০২০, ১:৪৩ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম: মহামারী করোনার প্রভাবে সিলেটে গৃহবন্দী অসহায় ও কর্মহীন সংস্কৃতিকর্মী যাদের আয়ের মুল উৎস সংগীত তাদের পাশে দাড়িয়েছে একদল মিউজিশিয়ানস। আজ শুক্রবার সিলেট নগরীর জিন্দাবাজারে একদল মিউজিশিয়ানস এর ব্যক্তিগত উদ্যোগে অসহায় কর্মহীন সংস্কৃতিকর্মী, লাইটিং সাউন্ড সিস্টেমের সাথে সম্পৃক্ত মানুষের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।। যা বাসায় বাসায় গিয়ে বিতরণ অব্যাহত থাকবে বলে জানা যায়।
সিলেট মিউজিশিয়ানস এর মুখপাত্র আব্দুল কাইয়ুম টিটু ও সৈয়দ ওয়ালী বলেন, করোনায় গৃহবন্দী অসহায় সংগীতশিল্পী, যন্ত্রশিল্পী, ও সাউন্ড লাইটের সাথে যারা সম্পৃক্ত তারা খুব কষ্ট করে দিন যাপন করছেন।
আমরা তাদের মাঝে কিছু উপহার সামগ্রী বিতরণ করার উদ্যোগ নিয়েছি। যা বাসায় বাসায় পৌঁছে দেওয়া অব্যাহত থাকবে। পাশাপাশি নগদ অর্থ ও প্রদান করার উদ্যোগ ও নিয়েছি। মানুষের কল্যানে মানুষের পাশে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন ওয়াদুদ আহমদ, তুষার রঞ্জন দত্ত, সুদীপ পাল, এম এ রহমান আমিন, অশোক দত্ত,শাওন কর, সৈয়দ ওয়ালী, শিশির দত্ত, আব্দুল মতিন, জয় কর্মকার,বিজয় কর্মকার, অনিক দাশ অপি,পিংকু সরকার,পিংকু বৈদ্য,শাকিল আহমদ,পার্থ সারথি দাশ,উজ্জ্বল চক্রবর্তী,সি এম আরিফ জুনু,আজিজ মাহমুদ, দেব দিপ্ত,সুদীপ্ত দেব,প্রিয়াল দত্ত সহ প্রমুখ।