এম এ হকের মৃত্যুতে আ.ন.ম. ওহিদ কনা মিয়ার শোক
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০২০, ৭:৪০ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হকের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুনামগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.ন.ম.ওহিদ কনা মিয়া।
গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় কনা মিয়া বলেন, এম এ হকের মৃত্যুতে সিলেটবাসী এক নিঃস্বার্থ অভিভাবককে হারালো। তাঁর মৃত্যুতে বিএনপির এক অপূরণীয় ক্ষতি হলো। এম এ হক বেঁচে থাকবেন তাঁর কীর্তির মাঝে।
শোক বার্তায় কনা মিয়া এম এ হকের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ।