ছাতকে করোনায় ২ জনের মৃত্যু

ছাতক প্রতিনিধি: ছাতকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাজী গনি মিয়া (৮৫) নামের এক বৃদ্ধ মৃত্যুবরন করেছেন। তিনি ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের জাউয়া গ্রামের বাসিন্দা। করোনা উপসর্গ নিয়ে তিনি ক’দিন ধরে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সকালে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।

এদিকে আনোয়ার জেনারেল হাসপাতালে সোমবার রাতে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন বশির উদ্দিন। তিনি ছাতক পৌর শহরের ফকিরটিলা এলাকার বাসিন্দা।

এ নিয়ে ছাতকে করোনায় আক্রান্ত হয়ে ৭ জন মৃত্যুবরন করেছেন। এর আগে ছাতকে আওয়ামীলীগ নেতা জাউয়া ইউনিয়নের রাউলী গ্রামের বাসিন্দা ব্যবসায়ী আব্দুল হক, পৌর শহরের বাগবাড়ী মহল্লার বাসিন্দা মুক্তিযোদ্ধা হাজী পিয়ারা মিয়া, রেজিয়া বেগম, ইসলামপুর ইউনিয়নের গনেশপুর গ্রামের বাসিন্দা ব্যবসায়ী হাজী হিরা মিয়া, ভাতগাও ইউনিয়নের হায়দরপুর গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম (দরাজ মাস্টার) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন