বিমানের ভাড়া কমাতে প্রধানমন্ত্রীর কাছে লন্ডনের ট্রেভেলস এসোসিয়েশনের চিঠি
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০২০, ১২:৫৮ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম: লন্ডন-ঢাকা এবং লন্ডন-সিলেট রোডে বিমানের ভাড়া অন্যান্য এয়ার লাইন্সের প্রায় দ্বিগুন। করোনা পরিস্থিতিতে সকল এয়ার লাইন্সের ভাড়া বাড়লেও বিমানের মত এতো ভাড়া কেউই বাড়ায়নি।
গত ২৭ জুলাই বিষয়টি নিয়ে ‘ইউকে বিমান এপ্রুভ টেভেলস এজেন্ট এসোসিয়েশন’ এর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি চিঠি প্রদান করা হয়।
লন্ডন বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে প্রেরিত চিঠিতে তারা উল্লেখ করেন লন্ডন-ঢাকা বিমানের ইকোনমি ক্লাসের ভাড়া নেয়া হয় ১৩৮৮.৮৫ পাউন্ড অথচ অন্য এয়ার লাইন্সের ভাড়া ৭৩৩ পাউন্ড থেকে ৮৩০ পাউন্ড।
আর বিজনেস ক্লাসের লন্ডন-ঢাকা বিমানের ভাড়া ৩৪৬৩.৬৫ পাউন্ড। অন্যদিকে এমিরাটস এয়ার লাইন্সের লন্ডন-ঢাকা বিজনেস ক্লাসের ভাড়া ২৪৮৬.৯৭ পাউন্ড।
তারা বিমানের ভাড়ার সমন্বয় করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন।