শৌচকার্যে পানি ব্যবহার
প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০২০, ১:২৬ অপরাহ্ণ
দৈনিকসিলেটডেস্ক: আনাস ইবনে মালেক (রা.) বলেন, নবী (সা.) যখন প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হতেন তখন আমি ও অপর একটি ছেলে পানির পাত্র নিয়ে আসতাম। অর্থাৎ তিনি তা দিয়ে শৌচকার্য সারতেন। (বুখারি, হাদিস : ১৫০)
পানপাত্রে নিঃশ্বাস ফেলো না:
আবু কাতাদা (রা.) বলেন, আল্লাহর রাসুল (সা.) বলেন, তোমাদের কেউ যখন পান করে তখন সে যেন পাত্রের মধ্যে নিঃশ্বাস না ছাড়ে। আর যখন শৌচাগারে যায় তখন তার পুরুষাঙ্গ যেন ডান হাত দিয়ে স্পর্শ না করে এবং ডান হাত দিয়ে যেন শৌচকার্য না করে। (বুখারি, হাদিস : ১৫৩)
ইস্তিঞ্জায় ডান হাত ব্যবহার কোরো না:
আবু কাতাদা (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেন, তোমাদের কেউ যখন পেশাব করে তখন সে যেন কখনো ডান হাত দিয়ে তার পুরুষাঙ্গ না ধরে এবং ডান হাত দিয়ে শৌচকার্য না করে এবং পান করার সময় যেন পাত্রের মধ্যে শ্বাস না ছাড়ে। (বুখারি, হাদিস : ১৫৪)