আমেরিকায় বাংলাদেশের ঔষধ রপ্তানির বিরাট সম্ভাবনা
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২০, ১১:৫৩ পূর্বাহ্ণ
হাসান আলী, নিউইর্য়ক: আমেরিকার জনসংখ্যা ৩৩ কোটি,আমেরিকায় ঔষধের দাম অনেক বেশী ৷ আমেরিকা ২৫% ঔষধ আমদানী করে যার বাজার মূল্য ৮৬ বিলিয়ন ডলার ৷বিশ্বে ঔষধের মার্কেট ১৭০ বিলিয়ন ডলারের ৷ আমেরিকার ঔষধ আমদানীর ১০% বাংলাদেশে উৎপাদন করে রপ্তানী করলে ৮ বিলিয়ান ডলারে উপরে বাংলাদেশের রপ্তানী আয় বেড়ে যাবে ৷ বাংলাদেশে শ্রমের মূল্য অনেক সস্তা ৷ এখনও ৪ কোটি লোক বেকার ৷ এই সস্তা শ্রমকে কাজে লাগিয়ে ঔষধ তৈরী করে আমেরিকায় রপ্তানীর ব্যবস্হা করতে পারলে বাংলাদেশ বৈদেশিক মূদ্রা অর্জন করে মধ্য আয়ের দেশে পরিনত হতে পারবে ৷ বাংলাদেশে ২৭৮ টি ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান আছে ৷ দেশের চাহিদার ৯৮% ঔষধ দেশে প্রস্তুত করে ১১৩ টি দেশেও রপ্তানী করিতেছে ৷ বেক্সিমকো ফার্মা ২০১৫ সালে আমেরিকায় হাইপারটেনশনের ঔষধ ‘কার্ভোডিলল’ রপ্তানীর পারমিশন পেয়েছে৷ ইনসেপ্টা হেপাটাইটিস সি রোগের জেনেরিক ‘টুইনভির’ আবিষ্কার করেছে, আমেরিকায় এক ডোজ ঔষধের দাম এক হাজার ডলার , ইনসেপ্টা তাহা ৮০০ টাকায় বিক্রি করতে পারে ৷বর্তমানে বাংলাদেশে ৫ টি ঔষধ কোম্পানী আমেরিকায় ঔষধ রপ্তানী করে থাকে ৷ আমেরিকায় ৮০০ শতের মত ফার্মাসিষ্ট আছেন , বাংলাদেশের ঔষধ ব্যবসায়ীরা বাংলাদেশী আমেরিকান ব্যবসায়ী ও ফার্মাসিষ্টদের সহযোগিতায় যৌথ ব্যবসায়ের মাধ্যমে রপ্তানীতে মনোযোগ দিতে পারেন৷ জনাব সালমান এফ রহমান বাংলাদেশের অন্যতম ধনী ঔষধ ব্যবসায়ী ৷ আপনাকে এই ব্যাপারে উদ্যেগ নেওয়ার আবেদন জানাচ্ছি ৷