সিলেট জেলা এবং মহানগর আ’লীগের পূর্ণাঙ্গ কমিটিতে যারা আসছেন
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২০, ৯:৪৩ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম: যেসব জেলা, মহানগর ও সহযোগী সংগঠনের সম্মেলন হয়েছে তাদেরকে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এটি গণমাধ্যমে প্রচার হবার সাথে সাথে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। তৎপর হয়ে ওঠেছেন পদপ্রত্যাশী নেতারা। কারা আসছেন সিলেট জেলা এবং মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে এমন প্রশ্ন সর্বত্র।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টায় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ এবং সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান দৈনিকসিলেটডটকমের জনপ্রিয় লাইভ অনুষ্ঠান ‘দৈনিকসিলেট: নিউজটক’ এ উপস্থিত হয়ে এই প্রশ্নের জবাব দিয়েছেন।
তারা বলেছেন, সন্ত্রাস, চাঁদাবাজী, দুর্নীতি-অনিয়মসহ যারা বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত, যারা অনুপ্রবেশকারী এদের স্থান হবেনা জেলা এবং মহানগর আওয়ামী লীগের কমিটিতে।
যারা ত্যাগী, যারা মানুষের কল্যাণে রাজনীতি করেন,যারা আওয়ামী লীগের আদর্শকে মনে প্রাণে ধারণ করেন তাদেরকে মূল্যায়নের মাধ্যমে সিলেট আওয়ামী লীগকে সুসংগঠিত করা হবে।
তারা আরো বলেন,পূর্ণাঙ্গ কমিটি হবার পর থেকে সিলেটে ছাত্রলীগসহ সকল অঙ্গ সংগঠনের সাথে নিয়মিত যোগাযোগ এবং সমন্বয় রাখা হবে। কোন ধরণের গ্রুপিং এবং অনিয়ম বরদাস্ত করা হবেনা।
দৈনিকসিলেটডটকমের সম্পাদক মুহিত চৌধুরীর সঞ্চালনায় ‘নিউজ টকে’ আরো উপস্থিত ছিলেন সিলেটের প্রবীন সাংবাদিক ও সিলটিভির প্রধান সম্পাদক আল আজাদ। তিনি সিলেটে ছাত্রলীগের জন্য পাঠাগারসহ একটি অফিস স্থাপনের দাবী জানিয়ে বলেন, আমরা ছাত্রলীগে মেধাবীদের অংশ গ্রহন চাই।
ভিডিও দেখতে এই লিংকে ক্লিক করুনhttps://www.facebook.com/watch/?v=805145243559855&extid=AVnFYKhQjUgGYIpz